পিআইবি’তে জাতীয় শুদ্ধাচার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১০:১২, ২০ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে ১৯ ফেব্রুয়ারি পিআইবি’র ৬ষ্ঠ তলার সেমিনার কক্ষে জাতীয় শুদ্ধাচার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নড়াইলের বেশ কয়েকজন সাংবাদিক অংশগ্রহণ করেন।
পিআইবি’র উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেনের সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মহাপরিচালক জাফর ওয়াজেদ বক্তব্য রাখেন। এ সময় পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান ও প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী উপস্থিত ছিলেন।
পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ তার বক্তব্যে বলেন, জাতির জনকের সোনার বাংলা গড়তে হলে আমাদের সর্বক্ষেত্রে শুদ্ধাচার প্রয়োগ করতে হবে।