ঢাকা, বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫

পুলিশের সহায়তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ১০ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বেলা আড়াইটা থেকে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাত ৮টার দিকে পুলিশের সহায়তায় সচিবালয়ে নিজ দফতর থেকে বেরিয়ে গেছেন। 

সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করছেন। এর অংশ হিসেবেই বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ‍২টার পর থেকে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন।পরে পুলিশি পাহারায় সচিবালয় ত্যাগ করেন। অবরুদ্ধ থাকাকালীন বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অনেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও তুলেছিল। 

এর আগে আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে–এমন বার্তা পাঠানো হয়। কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি। বুধবারই প্রজ্ঞাপন জারির দাবি জানান এবং তাদের অবস্থান ধরে রাখেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত করতে রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। 

তীব্র উত্তেজনার মধ্যে রাত ৮টা ১২ মিনিটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে সচিবালয় থেকে বের করে আনা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি