ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

প্রকাশ্যে ঐশ্বর্যর প্রশংসা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

‘দশ কা দম’-এ অনিল কাপুর হাজির হয়েছিলেন ‘ফান্নে খান’-এর প্রমোশন করতে। কিন্তু, ‘দশ কা দম’-এ সালমান খানের সামনে অনিল কাপুরের হাজিরায় কি হল জানেন?

অনিল কাপুর যখন ‘দশ কা দম’-এর সেটে হাজির হন, সেই সময় ‘ফান্নে খান’ নিয়ে আলোচনা শুরু হয়। ‘ফান্নে খান’-এ ঐশ্বর্যর ভূমিকা কী এবং কতটা তা নিয়ে আলোচনা করতেই রাই-এর নাম উঠে আসে। যা শুনে সালমান ‘হুম’ বলেন। কিন্তু, দর্শকদের চিৎকারে হেসে ফেলেন সালমান খান। আর সালমানের ওই অভিব্যক্তি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল সাইটে।

এদিকে সালমান খান নাকি ঐশ্বর্যকে মারধর করেছেন। সালমানের সঙ্গে সম্পর্ক যেন তার কাছে দুঃস্বপ্নের মত ছিল। বলিউড ‘ভাইজান’-এর সঙ্গে বিচ্ছেদের পর সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করেন ঐশ্বর্য। যা নিয়ে ওই সময় জোর জল্পনা শুরু হয়। কিন্তু, ঐশ্বর্য রাই-এর অভিযোগ নিয়ে সালমানকে কখনও মুখ খুলতে দেখা যায়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি