ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

প্রত্যর্পণ বিল প্রত্যাহারের ঘোষণা ক্যারি লামের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৫ সেপ্টেম্বর ২০১৯

কয়েক মাসের টানা বিক্ষোভ ও সহিংসতার পর বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। বলেছেন, প্রত্যর্পণ বিল প্রত্যাহারের বিষয়টি চীনের কমিউনিস্ট সরকার ‘বুঝতে পেরেছে, শ্রদ্ধা করেছে ও সমর্থন দিয়েছে’।

স্থানীয় সময় বুধবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। গত জুনে এই বিল স্থগিতের ঘোষণা দেওয়ার পরও আন্দোলন অব্যাহত থাকলে বিল প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হংকংয়ের এ প্রধান নির্বাহী বলেন, ‘পুরো প্রক্রিয়ায়, বিলটি নিয়ে অগ্রসর হওয়ার শুরুর ধাপগুলো থেকে বিলটি প্রত্যাহার পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমার মতামতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং সবসময়ই সমর্থন দিয়েছে।’

তবে এই ঘোষণাতেও সন্তুষ্ট না হয়ে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এরইমধ্যে রাতে মেট্রো স্টেশনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। গেল এপ্রিলে বিলটি উত্থাপিত হলে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তবে ধীরে ধীরে তা হংকংয়ের স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি