ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন মেট্রো রেল ও বাস র‌্যাপিড ট্রানজিট বিআরটি বাস ডিপোর নির্মাণ কাজ

প্রকাশিত : ১৫:০৪, ২৬ জুন ২০১৬ | আপডেট: ১৫:০৪, ২৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

মেট্রো রেল ও বাস র‌্যাপিড ট্রানজিট বিআরটি বাস ডিপো নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল ২০ কিলোমিটার পথে সময় লাগবে মাত্র ৩৮ মিনিট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণের  ঘোষণা দিয়ে বলেন, প্রাচ্য-প্রাশ্চাত্যের মেলবন্ধনের বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। ঢাকাবাসী ও ঢাকামুখী যাত্রীদের যানযট ও চলাচলের ভোগান্তি কমাতে রাজধানীর সব প্রান্ত থেকে মেট্রো ও পাতালরেল নির্মানে সরকার ম্যাস র‌্যাপিড ট্রানজিট, এমআরটি প্রকল্প নিয়েছিলো সরকার। সেইসঙ্গে আধুনিক বাস দ্রুত চলাচলেও নেয়া হয় বাস র‌্যাপিড ট্রানজিট, বিআরটি প্রকল্প। সেই এমআরটি প্রকল্পের লাইন-৬ প্রকল্পের মাধ্যমে দেশের প্রথম মেট্রোরেলের প্রথম পর্ব উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বিআরটি প্রকল্পের গাজীপুর ডিপোর নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। উত্তরা থেকে মতিঝিল ২০ কিলোমিটার ৩৮ মিনিটে যাতায়াত এবং ঘন্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনের এ প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী পরামর্শ দেন, প্রথম পর্বের কাজটি আগারগাও পার হয়ে যাতে ফার্মগেটে শেষ হয়। প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম এবং জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কথা উল্লেখ করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কও চারলেন করা হবে। সেইসঙ্গে বৃত্তকার নৌ-পথ ও রেলপথের পরিকল্পনার কথাও জানান  তিনি। দেশের দক্ষিণ অঞ্চলসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার প্রত্যয়ের কথা আবারো জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি