ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল এনআরবিসি ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৮ অক্টোবর ২০২১ | আপডেট: ২৩:১১, ১ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

এনআরবিসি ব্যাংক লিমিটেড শীতার্ত ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের কম্বল তুলে দেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। 

এসময় ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম উপস্থিত ছিলেন। কম্বল বিতরণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল প্রদান করা হয়। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক  সহায়তা প্রদান করে  থাকে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি