ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

প্রশ্নফাঁস অনুসন্ধানে বিশেষ সম্মাননা পেলেন ইমরান

প্রকাশিত : ১৩:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:২৫, ৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রশ্ন ফাঁস বিষয়ক অনুসন্ধানে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রতিবেদক আবদুল্লাহ আল ইমরান।

রাজধানীর সিআইডি কার্যালয়ে এই পুরস্কার তুলে দেন, সিআইডি প্রধান অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শেখ হিমায়েত হোসেন। এসময় তিনি বলেন, অত্যন্ত চতুর এই চক্রটিকে চিহ্নিত করতে ইমরান ও তার দল বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন।

গত দেড় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস, ব্যাংকসহ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী সিন্ডিকেট নিয়ে ধারাবাহিক অনুন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এসব অনুসন্ধানে দেশের সর্ববৃহৎ প্রশ্ন ফাঁসকারী চক্রের মুখোশ উন্মোচিত হয়। দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। এরপর সিআইডির হাতে গ্রেফতার হয় চক্রের মূল হোতাসহ ৪৬ জন।

এসব প্রতিবেদন প্রচারের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ১৫ জালিয়াত শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে এবং চলতি বছর `ঘ` ইউনিটের ভর্তি পরীক্ষাও পুনরায় নিতে বাধ্য হয়।

আবদুল্লাহ আল ইমরান চ্যানেল টোয়েন্টিফোরের অপরাধ অনুসন্ধানীমূলক অনুষ্ঠান সার্চলাইটের গুরুত্বপূর্ণ সদস্য।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি