ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

প্রাইম ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ২৯ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বীমা খাতে দেশের প্রথম কোম্পানী হিসেবে হাইব্রিড সিস্টেমে এই সভার আয়োজন করে প্রাইম ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

সভাটি রোববার (২৮ মার্চ) কোম্পানীর প্রধান কার্যালয়ে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়েছে। 

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মোঃ নজরুল ইসলাম এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী সভায় উপস্থিত ছিলেন।

কোম্পানীর সেক্রেটারি এনামুল হক খান বাংলাদেশ সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী হাইব্রিড সিস্টেমে মাধ্যমে বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন। 

ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সভায় সরাসরি শেয়ারহোল্ডারদের উপস্থিতি এবং অনলাইন সংযোগের সংমিশ্রণে হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি