ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

প্রাইম ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২০:৪২, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর মধ্যে “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, অডিট কমিটির চেয়ারম্যান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও অন্যান্য পরিচালকবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী এবং বিএফআইইউ-এর মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী এবং উপ-পরিচালক মো.রোকন-উজ-জামান উপস্থিত ছিলেন।

এনএম/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি