ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ৭ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করাসহ ১০ দফা দাবি জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মানিকনগর, বিশ্বরোড (স্টার লাইন স্পেশাল বাস কাউন্টার সংলগ্ন একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা, প্রাথমিক শিক্ষা ক্যাডার চালু, কল্যাণ ট্রাস্টের কার্যক্রম গতিশীল করা, সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা, প্রতি দিন সর্বোচ্চ ৪টি পিরিয়ডে পাঠদান ব্যবস্থারও দাবি জানানো হয়। 

এসব দাবিতে আগামী ১ মার্চ সারা দেশে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি