ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২৫ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবু জাফর।

প্রিমিয়ার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

৩৪ বছরের পেশাগত ব্যাংকিং ক্যারিয়ারে তিনি তৈরি পোশাক ফাইন্যান্সিং, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি বিজনেস অ্যান্ড অপারেশনস, ক্রেডিট ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড ফাইন্যান্সিং, ইন্টারন্যাশনাল বিজনেস এবং ব্রাঞ্চ ব্যাংকিংয়ে বিভিন্ন পদে কাজ করেছেন।

মোহাম্মদ আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি