ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

প্রিমিয়ার ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ২ সেপ্টেম্বর ২০১৯

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড লার্নিং এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে “ম্যানেজিং লোন পোর্টফলিও, মনিটরিং এন্ড রিকভারি অফ নন-পারফরমিং লোন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ২৫ টি শাখার ব্রাঞ্চ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার এবং রিকভারি অফিসারগন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, এমডি এবং সিইও এম. রিয়াজুল করিম (এফসিএমএ); অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আওলিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ্ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিমউদ্দৌলাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী এ উপলক্ষে বলেন, ‘ব্যাংক হল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির একমাত্র সোপান, যার টাকার প্রবাহ উদ্যোক্তার সৃষ্টি করে, যেসব উদ্যোক্তা আগে থেকেই আছেন তাদের সহযোগিতা যোগায়, যেন তাদের ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে র্কমসংস্থান প্রবৃদ্ধি ঘটে, জিডিপি প্রবৃদ্ধি ঘটে। ব্যাংকাররা ব্যবসায়ি নন, তাঁরা ফ্যাসিলিটেটর হিসেবে মূল কাজটি করে থাকেন। ব্যাংকারদের দায়িত্ব হলো, উদ্যোক্তার ব্যবসাকে সহায়তা করা। ব্যবসাকে সহজ করে দেয়া’।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি