ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

প্লাস্টিক পণ্যের অনলাইন মেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৫ জুলাই ২০২১

চার দিনব্যাপী আইএফপি অনলাইন এক্সপো ২০২১ আজ সোমবার থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। বাংলাদেশসহ ২০টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। মেলায় বিদেশি প্রতিষ্ঠানের স্টল ৩০০ এবং দেশি প্রতিষ্ঠানের স্টল ১৫০টি থাকছে।

অনলাইনে আয়োজিত এই মেলায় প্লাস্টিক খাতের নতুন মেশিনারিজ, অত্যাধুনিক পণ্য সামগ্রী ও বিভিন্ন ধরনের কাঁচামাল প্রদর্শন করা হবে। মেলা চলাকালীন চারটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালেএক অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিমেলার উদ্বোধন করেন। www.chanchao.com.tw/ipf/onlineexpo/landing এই লিংকে প্রবেশ করে মেলায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে।

বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, করোনার মধ্যেও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রথম দেশে অনলাইন মেলার আয়োজন করা হয়েছে। তিনি সংশ্নিষ্ট ও আগ্রহী সবাইকে মেলায় অংশগ্রণের আহ্বান জানান।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি