ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং বিষয়ক কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর সকল শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (বিএএমএলসিও) নিয়ে দিনব্যাপী মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ‘বিএএমএলসিও কনফারেন্স-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান (চলতি দায়িত্ব) ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মাসুদ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএএমএলসিও মোঃ মোস্তফা খায়ের। কর্মশালায় বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ এবং সার্বিক মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সেশন পরিচালনা করেন বিএফআইইউ-এর উপমহাব্যবস্থাপক মোহাম্মাদ আব্দুর রব এবং যুগ্ম পরিচালক মোঃ রোকন-উজ-জামান। 

অনুষ্ঠানে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি