ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কেরানীহাট শাখা এখন নতুন ঠিকানায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২৭ মে ২০২১

Ekushey Television Ltd.

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর কেরানীহাট শাখা এখন নতুন ঠিকানায়। 

শাখাটি আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়াস্থ কেরানীহাটের ন্যাশনাল টাওয়ারে (২য় তলা) স্থানান্তরিত হয়েছে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ইভিপি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, কেরানীহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ ফেরদৌস আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি