ফিরে গেলেন ভুল করে আসা বিএসএফ সদস্যরা
প্রকাশিত : ১৯:১১, ২৫ ডিসেম্বর ২০১৭
 
				
					পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে ভুল করে বাংলাদেশে অনুপ্রবেশ করা তিন বিএসএফ সদস্যকে। সোমবার বেলা দেড়টায় বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুল করে বাংলাদেশে ঢুকে পড়া তিন বিএসএফ সদস্যরা হলেন- এসআই রমনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার। তারা সোমবার ভোরে রাজশাহী জেলার পবা উপজেলার হারুডাঙ্গা এলাকায় ঢুকে পড়েন।
বিজিবির ১ ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, হারুডাঙ্গায় সীমানা পিলার ভেঙে যাওয়ায় ভুল করে বিএসএফের ৩৮ ব্যাটালিয়নের তিন সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তাদের ফেরত দেওয়ার জন্য বিএসফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
একে//এসএইচ
আরও পড়ুন
 
				        
				    






























































