ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ১০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করছে র‌্যাব। উপজেলার রানীহাটি এলাকার গোপালনগরের মেসার্স সুমন ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে ৮১৩ বোতল ফেনসিডিলসহ ওই মাদক সম্রাটকে আটক করে র‌্যাব। আটকের নাম বেলাল হোসেন।

জব্দ হওয়া ফেনসিডিলগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানা গেছে। এদিকে অভিযানকালে ওই ব্যবসায়ীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও ফেনসিডিল বহনকারী কাভার্ড ভ্যান জব্দ করে র‌্যাব।

আজ শনিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ রানীহাটি এলাকার গোপালনগরের মেসার্সে অভিযান চালিয়ে ৮১৩ বোতল ফেনসিডিল আটক করে র‌্যাব। এ সময় বেলাল হোসেন নামের একজনকে আটক করে র‌্যাব। বেলাল রানীহাট এলাকার মৃত ছানা মিয়ার ছেলে। এদিকে বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি