ফেনী মডেল থানার প্রধান ফটকের নামফলক ভেঙ্গে দেয়া হয়েছে
প্রকাশিত : ১২:০০, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০০, ২২ ফেব্রুয়ারি ২০১৭
পুলিশ সুপার উম্মোচনের দুই দিনপর ফেনী মডেল থানার প্রধান ফটকের নামফলক ভেঙ্গে দেয়া হয়েছে।
পুলিশ জানায়, থানার ক্লোজ সার্কিট ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার প্যানেল মেয়রসহ ৮ থেকে ১০ জন কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে ফটকটি ভেঙ্গে ফেলেন। আড়াই মিনিটের মধ্যে ভাঙ্গা শেষে করে পৌরসভার ময়লাবহনকারী গাড়িতে করে ভাঙ্গা অংশ গুলো অন্যত্র সরিয়ে ফেলা হয়।
আরও পড়ুন