ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ফেনীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৩৮, ৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এই দুর্ঘটনায় ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনী জেলা পুলিশ গণমাধ্যমকে জানায়, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের (ঢাকা মেট্র ব-১৪-৫৪৮৫) বাসটির সঙ্গে দাগনভূঁইয়ার বেকের বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি