ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ২৯ নভেম্বর ২০১৯

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে সাগরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানে সাগরে দু'টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় এক মাস পর এই পরীক্ষা চালানো হলো। খবর পার্সটুডে’র।

জাপানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার দাবিকে সমর্থন করা হয়েছে। টোকিও বলেছে, পিয়ংইয়ংয়ের ছোড়া অজ্ঞাত প্রজেক্টাইলের উচ্চতা ও গতি দেখে সেগুলোকে ক্ষেপণাস্ত্র বলেই মনে করা হচ্ছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা কিংবা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় পড়েনি।

গত ৩১ অক্টোবর জাপান সাগরে সর্বশেষ দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। সাম্প্রতিক মাসগুলোতে দেশটি নিয়মিত বিরতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়ে আসছে। এর ফলে দক্ষিণ কোরিয়া ও জাপানে আতঙ্ক বাড়ছে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি