ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ফের দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ২৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৩৮, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

দুই ম্যাচের জন্য আবারও নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক উপল থারাঙ্গা। স্লো ওভার রেটের কারণে এ নিষেদ্ধজ্ঞা দেয় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য তকে অভিযুক্ত করা হয়।


তাই আগামীকাল পাল্লেকেলে এবং ৩১ আগস্ট কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচ দুটিতে খেলতে পারবেন না থারাঙ্গা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে বোলিংয়ের সময় নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভারের বেশি সময় লাগিয়ে ফেলেছিলেন লঙ্কান এই অধিনায়ক।


গত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একবার স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অধীনে শুনানি অনুষ্ঠিত হয়। এরপরই তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেয়া হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি