ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ফ্যামিলি কার্ডে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২২ জুন ২০২২

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে বুধবার। যেটির মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা ‘ট্রাক সেলের’ কার্যক্রমের ইতি ঘটতে যাচ্ছে।

এ কার্যক্রমের আওতায় সুলভ মূল্যে দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল সরবরাহ করার লক্ষ্য নিয়েছে সরকার।

এতদিন টিসিবি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে ডিলারদের মাধ্যমে সুলভ মূল্যে সবার জন্য পণ্য বিক্রি করত। নিম্ন আয়ের মানুষের জন্য নেওয়া নতুন কর্মসূচি ‘ফ্যামিলি কার্ডের’ মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই কার্যক্রম এখন বন্ধ হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান বলেন, “ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ঢাকাসহ সারাদেশে একযোগে পণ্য বিপণন শুরু হবে বুধবার, যা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। তবে বন্যার কারণে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় বিক্রি শুরু হবে ২৬ জুন।”

তিনি জানান, ফ্যামিলি কার্ডধারী একজন ব্যক্তি বা পরিবার ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

“এই সময়ের মধ্যে একজন কার্ডধারী একবারই এসব পণ্য কিনতে পারবেন,” যোগ করেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি