ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাবে ২১ প্রতিষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২০

দেশের শিল্পখাতে অবদান রাখায় চলতি বছর থেকে প্রবর্তন করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’। সাতটি ক্যাটাগরিতে ২১টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে এ পুরস্কার। গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ তথ্য জানান শিল্প সচিব মো. আবদুল হালিম।

শিল্প মন্ত্রণালয়ের তথ্য মতে, ইতিমধ্যে পুরস্কারের জন্য সাতটি ক্যাটাগরিতে ১৯১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহৎ শিল্পে ৭১টি, মাঝারি শিল্পে ৪৭টি, ক্ষুদ্র শিল্পে ২৫টি, মাইক্রো শিল্পে ২১টি, হাইটেক শিল্পে ছয়টি, কুটির শিল্পে আটটি এবং হস্ত ও কারু শিল্পে ১৩টি আবেদন এসেছে। 

শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে উক্ত সভায় জানানো হয়, সাতটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ পুরস্কার দেওয়া হবে। 

সভায় শিল্প সচিব আবেদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চূড়ান্তভাবে বিজয়ীদের মনোনীত করতে বিভিন্ন সংস্থা হতে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহসহ এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম দ্রুত সমাপ্ত করার জন্য নির্দেশ দেন । 

উল্লেখ্য, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে গৃহীত জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত কার্যক্রম হিসেবে এ পুরস্কার প্রবর্তন করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি