ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বছরে প্রায় ১২শ কোটি টাকা ভর্তুকি দিয়ে চলছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

প্রকাশিত : ১১:১২, ৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:১২, ৮ ডিসেম্বর ২০১৬

বছরে প্রায় ১২শ কোটি টাকা ভর্তুকি দিয়ে চলছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড- বিআরইবি। ৫০ লাখ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌছাতে এ ভর্তুকি দিচ্ছে বিআরইবি। এরপরেও বিদ্যুৎ বিভ্রাট, সংযোগ পেতে বিলম্ব এবং অতিরিক্ত বিল আদায়ের নানা অভিযোগ মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের মধ্যে ৪৬৫ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত করার পরিকল্পনা করছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। গেল ৭ বছরে ৮৪ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে আরইবি। নানান সীমাবদ্ধতার মধ্যেও প্রতিবছর প্রায় ১২ শ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে প্রতিষ্ঠানটি। এরমধ্যে সেচ প্রকল্পে ৪ শ কোটি টাকা এবং শিল্প, বাণিজ্য ও আবাসিক খাতে ভর্তুকি ৮ শ কোটি টাকা। সেচে ভর্তুকির পরিমাণ ৪ হাজার কোটি টাকা বিদ্যুৎ ক্রয়         : ৪.৫১ টাকা মোট খরচ         : ৬. ৫০ টাকা (সিস্টেম লস ও বেতনাদী সহ) বিক্রি             : ৩.৮১ টাকা লোকসান         : প্রায় অর্ধেক শিল্প, বাণিজ্য ও আবাসিক খাতে ভর্তুকির পরিমাণ ৮ হাজার কোটি টাকা বিদ্যুৎ ক্রয়         : ৩.৯০ টাকা মোট খরচ         : প্রায় ৭ টাকা বিক্রি             : ৬. ৩০ টাকা লোকসান         : ৭০ পয়সা তবুও সংযোগ পেতে দীর্ঘসূত্রীতার অভিযোগ রয়েছে গ্রাহকদের। এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানালেন, স্থাপনা ও কারিগরী সীমাবদ্ধতার কারণে বিলম্ব হয়, তবে তা দীর্ঘ নয়। ভুতুড়ে বিল বা অতিরিক্ত লোড প্রসঙ্গে কর্তৃপক্ষের দাবি, কিছু অসাধু কর্মকর্তার গাফিলতি এর জন্য দায়ি। তবে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়ার নির্দেশনাও আছে। অবশ্য জাতীয় গ্রীড থেকে স্বল্পমূল্যে বিদ্যুৎ ক্রয়ের সুযোগ সৃষ্টি হলে ঘাটতি পূরণ সম্ভব বলে মনে করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি