ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ববিতে ২৭ ফেব্রুয়ারি প্রথম বর্ষের সশরীরে ক্লাস

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের সশরীরে ক্লাস আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম৷ 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, সশরীরে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে। এদিন বিভাগগুলো স্ব স্ব তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন করবে। পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে তাদের ওরিয়েন্টেশন হবে।

তিনি আরও বলেন, চলমান বিধি-নিষেধ ২১ তারিখের পর আর না বাড়ালে অন্যদের ক্লাস কার্যক্রমও সশরীরে শুরু হয়ে যাবে। আর যদি সরকারিভাবে বিধি নিষেধ বাড়ানো হয় তবে সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে পরে নোটিস দিয়ে জানিয়ে দেয়া হবে বলে জানান প্রক্টর।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি