ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

বশেমুরবিপ্রবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান বদরুল ইসলাম

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:৩৫, ২৩ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বদরুল ইসলাম। তিনি মোঃ রোকনুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৫(৩) ধারায় তিন বছরের জন্যে অধ্যাপক মোঃ বদরুল ইসলামকে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

সেখানে আরও বলা হয়, তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ আগামী ১ ডিসেম্বর, ২০২০ তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য বশেমুরবিপ্রবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ হতে প্রায় ১শ’ শিক্ষার্থী নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ যাত্রা শুরু করে। বর্তমানে এ বিভাগে প্রায় ৫শ’ শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি