ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

‘বাংলাদেশ খুব সাহসী ক্রিকেট খেলেছ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:৪৩, ২৭ আগস্ট ২০১৭

ঢাকা টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার পক্ষে সাংবাদিক সম্মেলনে আসেন অসি অফস্পিনার নাথান লায়ন। তিনি বলেন, “উইকেট খুবই চমৎকার ছিলো। আপনাকে মনে রাখতে হবে এটি উপমাদেশের উইকেট। এখানে স্পিন খুবই কার্যকর। আমরা এমনটাই আশা করছি। তবে বাংলাদেশ খুব সাহসী ক্রিকেট খেলেছে। তাদেরকে অভিনন্দন।”

নাথান লায়ান নিজেদের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, “টসে হেরে স্বাগতিক কোনো দলকে প্রথম ইনিংসে ২৬০ রানের মধ্যে আটকে রাখা যে কোনো সফরকারী বোলারদের জন্য খুবই ভালো অর্জন। বোলাররা দারুণ পারফমেন্স দেখিয়েছে এটা বলতেই হবে। তবে এমন পরিস্থতিতে টপ অডারের তিনজন ব্যাটম্যান এতো দ্রুত আউট হয়ে যাওয়াটা ভালো হয়নি।”

তবে টেস্টের নিয়ন্ত্রণ সফরকারীদের হতেই রয়েছে বলে মনে করেন এই অসি স্পিনার। তিনি বলেন, “ক্রিজে এখনও আমাদের দু’জন ব্যাটসম্যান রয়েছেন। একজন (স্টিভ স্মিথ) টেস্টে ক্রিকেটে বিশ্বসেরা ব্যাটসম্যান। অন্যজন ম্যাট রেনশ খুবেই মেধাবী তরুণ ব্যাটসম্যান। আমাদের লম্বা পার্টনারশিপ গড়ার জন্য মনোযোগী হতে হবে। আমরা ভালো কিছু প্রত্যাশা করছি।”

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি