ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দীর্ঘ ৯ বছর পর অভিন্ন নদীর পানি বণ্টনের সহযোগীতা নিয়ে আলোচনায় বসছে বাংলাদেশ ও ভারত। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পানি সম্পদ সচিব পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৈঠকে যোগ দিতে ইতোমধ্যেই ভারতের পানি সম্পদ সচিব উপেন্দ্র প্রাসাদ সিংয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশের পানি সম্পদ সচিব কবির বনি আনোয়ার বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান।

এ বৈঠক বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে। বৈঠক শেষে দুই সচিব যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশ নিবেন।

২০১১ সালের ১০ জানুয়ারিতে ঢাকায় এবং একই বছর ৬ জুন নয়া দিল্লিতে বাংলাদশে-ভারত পানি সম্পদ সচিব পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ২০১০ সালের মার্চে বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বাংলাদশে-ভারত পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে জয়ন্টে কনসালটেটিভ কমিশনের ৫ম বৈঠক চলতি বছরের ফেব্রয়ারিতে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি