ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা সূচক

বাংলাদেশের অবস্থান ১৫০তম

প্রকাশিত : ১১:৩১, ১৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা সূচকে চার ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫০তম। গত বছর বাংলাদেশ ছিল ১৪৬তম অবস্থানে।

ফ্রান্সের প্যারিসভিত্তিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার বৃহস্পতিবার এই বার্ষিক সূচক প্রকাশ করে। সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে নরওয়ে। শীর্ষ পাঁচ দেশের সবগুলোই ইউরোপের। সূচকে নিচের দিকে সর্বশেষ অবস্থানে রয়েছে তুর্কমেনিস্তান।

সূচকে প্রকাশ করা তথ্য অনুযায়ী, বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন মারাত্মকভাবে বেড়েছে। মাঠ পর্যায়ে সংবাদকর্মীদের ওপর রাজনৈতিক কর্মীদের হামলা, নিউজ ওয়েবসাইট বন্ধ এবং সাংবাদিক গ্রেফতারের ঘটনাও বেড়েছে।

এ রিপোর্টে আলোকচিত্রী শহিদুল আলমকে আটকের কথাও তুলে ধরা হয়েছে। সূচকে প্রতিবেশি ভারত রয়েছে ১৪০তম অবস্থানে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি