ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বাংলাদেশের সঙ্গে হেরে তোপের মুখে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ৩১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪৪, ৩১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বাংলাদেশের কাছে পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের তোপের মুখে পড়েছেন। অন্যদিকে শচীন টেন্ডুলকার, ওয়াসিম আকরামের মতো নামকরা লিজেন্ডরাও বাংলাদেশ দলের খেলার প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।


অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থক `রডনি প্লান্ট` টুইটারে লিখেছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা হচ্ছে বেশি বেতনভোগী একদল অকর্মা। বেতন বাড়ানোর জন্য তোমরা কি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিম্মি, করো এই খেলা দেখানোর জন্য?


আরেকজন `এডুকেটেড অসি` নামে একজন টুইট করে প্রশ্ন তুলেছেন, আমাকে কেউ একটু আবার মনে করিয়ে দেবেন কি, কেন আমরা আমাদের ক্রিকেটারদের এত বেতন দেই? বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারিয়েছেন, ব্যাপারটা একটু ব্যাখ্যা করুন। হেইন ওয়েবস্টার নামে একজন টুইট করেছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মনে হয় ডলারের নোট গোনার চাইতে খেলার রান গোনার দিকেই বেশি মনোযোগ দেয়া উচিত।


তবে অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকদের এই রোষের বিপরীতে বিশ্বের নামকরা অনেক ক্রিকেট তারকা বাংলাদেশের খেলার প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।


সাবেক পাকিস্তান ক্রিকেট অধিনায়ক ওয়াসিম আকরাম টুইটারে লিখেছেন, পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের বিজয় দেখে আমি খু্বই আনন্দিত। টেস্ট ম্যাচই এখনো ক্রিকেটের আসল খেলা এবং সব সময়ই তা থাকবে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকর বলেছেন, দুই উদ্দীপনাময় খেলা দেখিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট সমৃদ্ধ হচ্ছে!


সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল ক্লার্ক টুইট করেছেন, বাংলাদেশকে অভিনন্দন। আমি ভাবিনি যে আজকে আমাকে এই টুইট লিখতে হবে। কিন্তু যার যা কৃতিত্ব, তাকে তা দেয়া উচিত।
//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি