ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বাইডেনের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন ব্রাজিলের লুলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২০ জানুয়ারি ২০২৩

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা আগামী ১০ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করবেন। প্রেসিডেন্ট লুলা বৃহস্পতিবার এএফপি’কে এ কথা বলেছেন। খবর এএফপি’র।

যোগাযোগের দায়িত্বে নিয়োজিত তার দল জানায়, সাবেক ট্রেড ইউনিয়নিস্ট বামপন্থী নেতা লুলা দুই দিনের সফরে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে যাবেন। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।

লুলা বলেন, তার পূর্বসূরি কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর শাসনামলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরো যেসব দেশের সাথে সম্পর্কের টানাপোড়েনের মুখে পড়েছিল তিনি সেসব দেশের সরকারের সাথে ব্রাজিলের সম্পর্ক উন্নত করতে চান।

সাবেক এ বাজিলিয়ান নেতা বোলসোনারো তার ঘনিষ্ট মিত্র ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বাইডেনের ২০২০ সালের নির্বাচনে বিজয়কে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি ৩৮ দিন অপেক্ষা করেছিলেন। ট্রাম্পকে অন্ধের মতো সমর্থন করায় বোলসোনারোকে প্রায়শই গ্রীষ্মমন্ডলীয় ট্রাম্প হিসেবে অভিহিত করা হয়েছিল।

বোলসোনারো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাইডেন গত ৯ জানুয়ারি লুলাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

বুধবার রাতে টুইটারে লুলা লিখেছেন, ‘একটি শক্তিশালী জাতি গঠনের জন্য গণতন্ত্রই আমাদের একমাত্র পন্থা।’

৭৭ বছর বয়সী লুলা প্রতিবেশি দেশ আর্জেন্টিনা ও উরুগুয়ে সফরের মধ্যদিয়ে রোববার তার প্রথম বিদেশ সফর শুরু করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি