ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

বাজারে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের, রপ্তানি বন্ধ করলো ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৮ ডিসেম্বর ২০২৩

সরকারের বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। তবে, এ সপ্তাহেও ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। আর বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় শীতের সবজিতে নেই স্বস্তি। এদিকে, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছে ভারত।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘পেঁয়াজের রপ্তানি নীতি ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। তবে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হবে, তা সংশ্লিষ্ট দেশগুলোর অনুরোধের পর কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া প্রদত্ত অনুমতির ভিত্তিতে।’

দেশের বাজারে আরও বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। গেলো সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা বেড়ে দেড়শ’ থেকে একশ’ ৬০ টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। আর ভারতীয় পেঁয়াজ ১২০ টাকা কেজি। এছাড়া, দেশি আদার কেজি আড়াইশ’ ও রসুন ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। দাম কার্যকর হয়েছে বাজারেও। 

সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তির হাসি ক্রেতার চোখেমুখে। তবে, কিছুটা ক্ষোভ জানিয়েছেন বিক্রেতারা।

শুধু মাংসের বাজার নয়, স্বস্তি ফিরেছে মাছেও। বড় রুই বিক্রি হচ্ছে তিনশ’ থেকে তিনশ’ পঞ্চাশ টাকায়; শোল-টাকিসহ অন্যান্য দেশি মাছের দামও কিছুটা কম।

অপরদিকে, ২ কেজি আটার প্যাকেটে দাম বেড়েছে ১০ টাকা। বিক্রি হচ্ছে ১শ’ ২৫ টাকায়। তবে চাল ডাল চিনি মশলাসহ মুদি পণ্যের দাম এ সপ্তাহে স্থিতিশীল ।

বৃষ্টিতে সরবারাহ কম থাকায় উধ্বমূখি শীতের সবজি দাম।

ডিমের হালি ৪০ টাকা আর চালের বাজারে পাইজাম বিক্রি হচ্ছে ৫৫ টাকা ও নাজির শাইল ৭৮ থেকে ৮০ টাকায়।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি