ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বাণিজ্য মেলায় ভিড় বাড়ছে ইলেক্ট্রনিক্স পণ্যের স্টলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

এলইডি টিভি, এন্ড্রয়েট টিভি এমনকি এন্ড্রয়েট ফ্রিজের নতুন নতুন ভার্সনে মুগ্ধ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ক্রেতা-দর্শনার্থীরা।

বিক্রেতারা বলছেন, এসব পণ্যের একদিকে যেমন নতুন নতুন ভার্সন আসছে, একইসঙ্গে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ও টেকসইয়ের বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

আধুনিক এসব ইলেক্ট্রনিক্স পণ্য পেয়ে ক্রেতারাও খুশি। কম দাম এবং দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রনিক পণ্যের প্রশংসা করেন তারা।

সাপ্তাহিক ছুটির পর দিন হওয়ায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় খুব একটা বেশি নেই। তবে মোবাইল, ফ্রিজ, টিভিসহ প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স পণ্য কিনতে মানুষের ভিড় দেখা গেছে। স্যামসাং, সনির মতো নামী বহুজাতিক কোম্পানীর প্যাভিলিয়নে যাচাই-বাছাই করছেন সম্ভাব্য ক্রেতারা।

ক্রেতা-দর্শনার্থীর ভিড় ছিল মেইড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটনের প্যাভিলিয়নেও। এলইডি, এন্ড্রয়েড টিভির পাশাপাশি তারা এবার বাজারে এনেছে এন্ড্রয়েড রেফ্রিজারেটরও। মেলায় আরো নতুন পণ্য আনার ঘোষনা দিয়েছে ওয়ালটনসহ একাধিক কোম্পানী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি