ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বাধ্যবাধকতা থাকলেও ওয়েবসাইট নেই তালিকাভুক্ত কোম্পানির (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ৬ অক্টোবর ২০২২ | আপডেট: ২১:৫৪, ৬ অক্টোবর ২০২২

ওয়েবসাইট থাকার বাধ্যবাধকতা থাকলেও তালিকাভুক্ত কিছু কোম্পানি তা পরিপালন করছে না। ‘জেড’ ক্যাটাগরির দুর্বল কোম্পানির সংখ্যাই এই তালিকায় বেশি। পাশাপাশি ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগারির কিছু প্রতিষ্ঠানেরও ওয়েবসাইট নেই, অথবা থাকলেও তা অকার্যকর। 

বিনিয়োগের আগে কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার অধিকার রয়েছে সব বিনিয়োগকারীর। তাই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পৃথকভাবে তালিকাভুক্ত সব কোম্পানির তথ্য-উপাত্ত দেয়া বাধ্যতামূলক। যেখানে কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের লিংকও দিতে হয়। কিন্তু কিছু প্রতিষ্ঠান তা মানছে না।

যেমন সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, পুঁজিবাজারে তালিকাভুক্ত বি ক্যাটাগরির একটি কোম্পানি। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিটির দেয়া ওয়েবসাইট লিংকটি অকার্যকর। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি তাজুল ইসলাম জানান, তাদের ওয়েবটাইটে কাজ চলছে। 

তিনি বলেন, "আমাদের টেকনিক্যাল সমস্যা আছে সেগুলো আমরা ঠেক করার চেষ্টা করছি।" 

ঠিক একইভাবে, অ্যাপোলো ইস্পাত, আর্গন ডেনিমস, আজিজ পাইপস, বিডি সার্ভিসেস, বিডি ওয়েল্ডিং, সিএন্ডএ টেক্সটাইলস, জুট স্পিনার্স, কেয়া কসমেটিকস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, নূরানি ডাইং এন্ড সোয়েটার্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, শ্যামপুর সুগার মিলস, তুংহাই নিটিং এন্ড ডাইং এবং ইউনাইটে পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিরও কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়নি। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ বলছে, যেসব কোম্পানি ওয়েবসাইট থাকার বাধ্যবধকতা প্রতিপালন করছে না, তাদের ব্যপারে কঠোর হবে ডিএসই। 

ডিএসই'র ব্যবস্থাপনা পরিচালক, মোঃ সাইফুর রহমান মজুমদার বলেন, "ফান্ডামেন্টাল তথ্য যেগুলো সেগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আছে। তারপরেও কোনো বিনিয়োগকারী যদি আরও তথ্য চান অথবা কোম্পানি সম্পর্কে জানতে চান তাহলে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেখানে গেলেই পাওয়া যাবে। কিছু সমস্যা আছে, যাদের সমস্যা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।"

এদিকে, মেঘনা কনডেন্সন্ড মিল্ক, আরডি ফুড, সমতা লেদার, সোনালি আঁশ এবং সাইউইস্ট ব্যাংকের ওয়েবসাইট থাকলেও, কোম্পানিগুলো ডিএসইর ওয়েবসাইটে যে লিংক দিয়েছে, তা অকার্যকর। দ্রুতই এসব আপডেট করার কথা জানালো ডিএসই।

বিনিয়োগকারীদের তথ্য প্রাপ্তি নিশ্চিতে কোনো কারপন্য করা হবে না বলেও জানান তিনি। 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি