ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বানিজ্য ঘাটতি কমেছে ২৮ দশমিক ৮৪ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ৭ মার্চ ২০২৩

চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি সময়ে বানিজ্য ঘাটতি কমেছে ২৮ দশমিক ৮৪ শতাংশ। 

আমদানিতে ধীর গতিতে চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতিতেও উন্নতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত সব শেষ হিসাব বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৮ কোটি ৭০ লাখ ডলার।

গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৮৮১ কোটি ৩০ লাখ ডলার। এ হিসাবে বাণিজ্য ঘাটতি কমেছে ৫৪২ কোটি ৬০ লাখ ডলার বা ২৮ দশমিক ৮৪ শতাংশ।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি