ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বান্দরবান থেকে অপহৃত আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ১৬:৫০, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১৬:৫০, ২৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বান্দরবানের জামছড়ি থেকে অপহৃত আওয়ামী লীগ নেতা মংপু মারমার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতিকে পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও গুম-খুনের জন্য দায়ী করে আওয়ামী লীগের নেতারা বলেন, সন্ত্রাস বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি