ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বাবর আজমের রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

একদিনের ক্রিকেটে রীতিমতো রানের বন্যা বইয়ে দিচ্ছেন পাকিস্তানের ব্যাটিং সেনসেশন বাবর আজম। প্রথম ওয়ানডের পর শ্রীলঙ্কার বিরোদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেও তিন অঙ্কের দেখা পেয়েছেন ২৩ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।

গতকালের সেঞ্চুরির মধ্য দিয়ে সবচেয়ে কম ইনিংসে ৭ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ৭ সেঞ্চুরি করতে মাত্র ৩৩ ইনিংস লেগেছে তার।

এর আগে ৪১ ইনিংসে খেলে ৭টি সেঞ্চুরি করেছিলেন হাশিম আমলা। ৮ ইনিংস কম খেলেই তাকে ছুঁয়ে ফেলেন বাবর। দুর্দান্ত ফর্মে থাকা বাবরের ব্যাটিং গড় বেড়ে দাঁড়িয়েছে ৫৭.২০।

নির্দিষ্ট কোনো দেশে টানা সেঞ্চুরির রেকর্ডও ভেঙ্গে দিলেন বাবর। আমিরাতে সর্বশেষ ৫ ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি। ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে ভারতে টানা ৪টি ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। কোনো নির্দিষ্ট দেশে টানা সেঞ্চুরির রেকর্ড ছিল এটি।

 

এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি