ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়েছেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১৪:৫৫, ২৬ জুন ২০১৬ | আপডেট: ১৪:৫৫, ২৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার বিষয়ে আইন মেনেই এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের বিষয়ে একটি মহল গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন নিহত মিতুর বাবা মোশাররফ হোসেন। শুক্রবার বিকেলে মাহমুদা খানম মিতু হত্যাকান্ডে অংশ নেয়া মোটরসাইকেল আরোহী ৩ যুবককে শনাক্তের দাবি করে চট্টগ্রাম পুলিশ। ওই রাতেই রাজধানীর খিলগাঁও এলাকায় শ্বশুরের বাসা থেকে পুলিশের হেফাজতে নেয়া হয় এসপি বাবুল আক্তারকে। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে। প্রায় ১৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে বাবুলকে তার শ্বশুরের বাসাতেই পৌছে দেয় পুলিশ। ওয়ারিতে এক অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনারের কাছে সাংবাদিকরা জানতে চায় আইন মেনে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি-না। মাহমুদা হত্যাকান্ড নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন তার বাবা মোশাররফ হোসেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি