ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বার্ষিক কর্মসম্পাদনে বিআইসিএম প্রথম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১৩ সেপ্টেম্বর ২০১৯

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থার বার্ষিক কর্মসম্পাদন ২০১৮-২০১৯ এর মূল্যায়ন পর্যালোচনায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।  

গত ৮ সেপ্টেম্বর ২০১৯ বিআইসিএম এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সরকারি বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়ন পর্যালোচনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০১৮-২০১৯ এ ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের মূল্যায়ন শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট এর নির্বাহী প্রেসিডেন্ট ( ভারপ্রাপ্ত) নিতাই চন্দ্র দেবনাথ, এফসিএমএ এর হাতে প্রথম স্থান অর্জনের সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।  বিআইসিএম বার্ষিক কর্মসম্পাদন এর মূল্যায়নে ৯৬.৮৫ স্কোর করে প্রথম স্থান অর্জন করেছে।  

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং এর আওতাধীন দপ্তর বা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরকে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি