ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

বাড়ছে উ. কোরিয়া-যুক্তরাষ্ট্র যুদ্ধের আশংকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২৪ ডিসেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশংকা দেখা দিয়েছে। উত্তর কোরিয়া অনেকটা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, তারা ক্রিসমাস ডে-তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুক্তরাষ্ট্রকে সারপ্রাইজ দিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, এর জবাব দেয়ার জন্য তারা পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে। খবর পার্সটুডে’র।

পিয়ংইয়ং বলেছে, যদি যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার টেবিলে না আসে তাহলে তারা ওয়াশিংটনের চাপের কাছে আত্মসমর্পণ করবে না এবং এ নিয়ে তাদের হারানোর কিছু নেই। জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, মার্কিন সেনারা যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে।

অবশ্য একইসঙ্গে এসপার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আমি আশা করি যে আমরা আাবার কূটনৈতিক পথে আলোচনা শুরু করতে পারব। এ সময় মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত মজবুত; এই জোট তাদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। তিনি বলেন, কোরিয়া হচ্ছে এমন একটি এলাকা যেখানে মার্কিন সেনারা সবসময় উচ্চতর প্রস্তুতি বজায় রেখে চলে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি