ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বাড়ছে পরচুলা রপ্তানি (ভিডিও)

শতরূপা দত্ত

প্রকাশিত : ১৩:২৯, ১৩ মে ২০২২

বিশ্বজুড়ে অনেকেই ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করছেন পরচুলা। বিদেশে বাজার বাড়ায় প্রতি বছর বাংলাদেশ থেকে ফ্যাশনেবল পরচুলা রপ্তানিও বাড়ছে। দেশে পরচুলার মূল কারিগর নারীরা। সংসার সামলে তৈরি ও বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। 

ময়মনসিংহের মুক্তাগাছার জয়দা গ্রামের সুমি আক্তার। সংসারে কাজের ফাঁকে চুল দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন পরচুলা। সুুমির মতোই উপজেলার প্রায় আড়াইশ নারী এ কাজে স্বাবলম্বী হয়েছেন।

সেখানকার একজন পরচুলা কারিগর বলেন, "এই কাজটা করে সংসারে কিছু দিতে পারি, মেয়েদের পেছনেও খরচ করতে পারি।" 

আরেক কারিগর বলেন, "যে টাকাটা আমি পাই তা দিয়ে লেখাপড়া করি, মা-বাবাকেও সাহায্য করি।" 

গাইবান্ধা সদরের খামার বোয়ালী গ্রামের দরিদ্র নারীরাও একই কাজ করে স্বপ্ন দেখছেন নিজের পায়ে দাঁড়ানোর।

পরচুলা তৈরির চুলসহ অন্যান্য কাঁচামাল আসে দেশের বাইরে থেকে। তৈরির পর তা চলে যায় আমেরিকা, ইউরোপ, চীনসহ বেশ কিছু দেশে। 

ময়মনসিংহ হেয়ার কোটের এমডি নুরুজ্জামান রানা বলেন, "এই পরচুলা তৈরিতে ময়মনসিংহের বিভিন্ন এলাকার মানুষ কাজ করছে। এরমধ্যদিয়ে অনেক নারী স্বাবলম্বী হচ্ছে।" 

এই নারীদের প্রশিক্ষণসহ আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সমাজসেবা বিভাগ। 

ময়মনসিংহ সমাজ সেবা অধিদফতরের বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তার বলেন, "আমরা চেষ্টা করবো, তাদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ দেওয়ার।" 

বিশ্বে দিন দিন বড় হচ্ছে পরচুলার বাজার। এর ভাগ নিচ্ছে বাংলাদেশ। দেশের রপ্তানি খাতে আশা জাগাচ্ছে এ পণ্য।

এসবি/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি