ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বিএফএফইএর সভাপতি হলেন বেলায়েত হোসেন

প্রকাশিত : ১২:০২, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কাজী বেলায়েত হোসেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।তিনি আমিন উল্লাহর স্থলাভিষিক্ত হবেন।

শনিবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। ২০১৯-২০ সালের জন্য দায়িত্ব পালন করবে এ কমিটি।

কাজী বেলায়েত হোসেন খুলনার ছবি ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া নতুন কমিটিতে চট্টগ্রামের মাসুদ ফিশ প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদ সিনিয়র সহসভাপতি, ওরিয়েন্টাল ফিশ প্রসেসিং অ্যান্ড কালচারের ব্যবস্থাপনা পরিচালক সেখ মো. আব্দুল বাকি এবং মীনহার সি ফুডসের পরিচালক দেবব্রত বড়ূয়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

অন্য পরিচালক হলেন- মাকসুদুর রহমান, এম খলিলুল্লাহ, সৈয়দ আবু আসফার, এ জব্বার মোল্লা, অসীম কুমার বড়ূয়া, শেখ কামরুল আলম, মো. মাসুদুর রহমান, খন্দকার আইনুল ইসলাম, শ্যামল দাস, দোদুল কুমার দত্ত ও মোহাম্মদ আলী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি