ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিএসটিআইতে বিদ্যুৎ সাশ্রয়ী জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৩, ১৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) তে বিদ্যুৎ সাশ্রয়ী স্টার লেবেলিং পণ্য ‘Ennergy Efficient Star Label Products’ বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ডাঃ মোঃ আখতারুজ্জামান এবং সভাপতিত্ব করেন বিএসটিআই’র পরিচালক (পদার্থ) প্রকৌশলি শামীম আরা বেগম।

এছাড়া অনুষ্ঠানে প্রকল্প পরিচালক প্রকৌশলি মো. আব্দুর রশিদসহ বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সেমিনারে শিল্প মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন, ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাক্চারিং এসোসিয়েশনের প্রতিনিধি ও স্টেক হোল্ডারগণ অংশগ্রহণ করেন।

সেমিনারে বিএসটিআই মহাপরিচালক বলেন, আমাদের সম্পদ সীমিত তাই এই সীমিত সম্পদ অত্যন্ত যত্ন ও সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে। এজন্য প্রয়োজন বিদ্যুৎ সাশ্রয়ী অর্থাৎ এনার্জি ইফিসিয়েন্ট এ্যাপ্লায়েন্স ব্যবহার করা উচিত। আর বিদ্যুৎ সাশ্রয়ী পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে আমরা অঙ্গীকারবন্ধ। যে পণ্যে যতবেশি স্টার ততবেশি বিদ্যুৎ সাশ্রয়ী। তাই তিনি দেশের জনগণকে স্টার লেবেলিং বৈদ্যুতিক পণ্য ব্যবহারের আহবান জানান।

উল্লেখ্য যে, বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষিত ও সনদপ্রাপ্ত বিদ্যুৎ সাশ্রয়ী স্টার লেবেলিং পণ্য যেমন এসি, ফ্রিজ, সিলিং ফ্যান, ইলেকট্রিক মটর ও বৈদ্যুতিক বাতি বাজারে পাওয়া যাচ্ছে। এসব পণ্যে পাঁচ স্টার পর্যন্ত দেয়া হয়ে থাকে। 

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি