ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিকালে ঢাকা ছাড়ছেন বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঐতিহাসিক ঢাকা টেস্ট জয়ের পর এবার চট্টগ্রাম যাত্রা টাইগারদের। আজ বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই  ফ্লাইটে তাদের সঙ্গে ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়া ক্রিকেট দলও। বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।


সিরিজের দ্বিতীয় টেস্ট ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসবি) প্রথম টেস্টের দলটিকেই অপরিবর্তিত রেখেছেন। চট্টগ্রাম টেস্টের প্রস্তুতি হিসেবে ঈদের দিন দুপুর ২ টায় অনুশীলন করার কথা রয়েছে স্মিথ বাহিনীর।


এদিকে বাংলাদেশ দলের ক্রিকেটারদের পরিবার-পরিজন ছাড়া ঈদ করতে হলেও অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম থাকবেন তামিম ইকবাল। কারণ, চট্টগ্রাম হচ্ছে তার নিজের শহর। এ কারণে, সতীর্থদের খানিকটা পারিবারিক পরিবেশ দিতে, ঈদের আনন্দ ভাগাভাগি করে দিতে ঈদের দিন সাকিব-মুশফিকদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করছেন তামিম ইকবাল। এই আয়োজনে তামিমের সঙ্গে থাকছেন তার চাচা, জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক আকরাম খানও।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি