ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন ইলিয়ানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ০০:১০, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই তাক লাগানো ছবি দিয়ে ভক্তদের মনোরঞ্জন করেন ইলিয়ানা ডি ক্রুজ। তাঁকে অনুসরণ করেন অথবা তার বিষয়ে জানতে চান এমন ভক্তদের আগ্রহ বেশ উদযাপন করেন বলিউডের এই গুণী অভিনেত্রী। সম্প্রতি ভক্তদের জন্য তেমনি আরেকটি খোড়াক দিয়েছেন ইলিয়ানা।

ইন্সটাগ্রাম এবং টুইটারে আপলোড করেছেন নিজের একটি নতুন ছবি। তবে সে ছবি যেনতেন কিছু নয়। সুইমিং পুলের মাঝে বেশ উপভোগ করতে দেখা যায় ইলিয়ানাকে। নীলাভ পানির মাঝে গোলাপি বিকিনি পরা ইলিয়ানা রীতিমতো যেন আগুন ছড়াচ্ছিলেন সেই ছবিতে। সামাজিক মাধ্যমে আসার পর খুব দ্রুত তা ভাইরালও হয়ে যায়।

ছবির নিচ লেখা ‘ফটো ক্রেডিট’ লাইন থেকে জানা যায় যে, ছবিটি তার বয়ফ্রেন্ড অ্যান্ড্রু নিবোন তুলেছেন। ইলিয়ানা অবশ্য তার ব্যক্তিগত বিষয় নিয়ে খুব কম কথাই বলেন। তবে নিবোনের সাথে সম্পর্কের বিষয়টি বেশ ‘খুললাম খুল্লা’ বলেন এই অভিনেত্রী। আর তাই এই ছবিটি আরও বিশেষ গুরুত্ব পায় তার ভক্তদের কাছে।

তেলেগু ভাষার সিনেমা ‘অমর আকবর অ্যান্থনি’ এর জন্য বর্তমানে ব্যস্ত সময় পাড় করছেন ইলিয়ানা।

সূত্রঃ জি নিউজ

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি