ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সংশোধিত নাগরিকত্ব আইন

বিক্ষোভ সামলাতে আধ্যাত্মিক গুরু শরণে মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ৩১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গর্জে ওঠা মানুষদের শান্ত করতে ব্যর্থ মোদি সরকার এবার ভিন্ন পথে হাঁটছেন।

এ আইনের পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই বোঝাতে আধ্যাত্মিক গুরু জগ্গী বাসুদেবের দারস্থ হয়েছেন নরেন্দ্র মোদি। নাগরিকত্ব আইনের পক্ষে বাসুদেবের বিবৃতিকে ব্যবহার করে ধর্মপ্রাণ ভারতীয়দের দলে টানতে চাইছেন তিনি।

বিরোধীরা বলছেন, নোট বাতিলের পর এর পক্ষে সাফাই গাইতে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের আশ্রয় নিয়েছিলেন মোদি। এবার তাদের পাশে না পেয়ে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন হয়েছেন তিনি।

এদিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, এর প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, উত্তরপ্রদেশের জনগণ এর কঠিন জবাব দেবে।

অপরদিকে, পুরুলিয়ায় বিশাল এক পদযাত্রা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রসঙ্গত, সিএএ-এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে সারাদেশে পুলিশের গুলিতে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। নতুন এই আইনের বিরুদ্ধে সরব কংগ্রেসসহ রাজনৈতিক দলগুলো।  

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি