ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বিক্ষোভে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:২০, ৭ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পুরোনো বেতন স্কেলে প্রণোদনা বোনাসের অনুমোদন দেওয়ায় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে।


রোববার রাতে পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হয় যে, ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেওয়া হবে। পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকেই কর্মকর্তারা বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীরা গভর্নর ভবনের সামনে অবস্থান নিয়েছেন।


কর্মকর্তারা জানান, প্রচলিত নিয়মে সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী সাধারণত প্রণোদনা বোনাস দেওয়া হয়। পর্ষদে যে প্রণোদনা বোনাসের অনুমোদন দেওয়া হয়েছে, তা কার্যকর হলে ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদানকারিদের প্রণোদনা বোনাসের কী হবে।


এছাড়া এ সময়ে যাঁরা ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন, তাঁরা কেন আগের স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস পাবেন। যেখানে ২০১৬ সালে নতুন বেতন স্কেল কার্যকর হয়েছে।


এ সময় বিক্ষোভকারি কর্মকর্তারা সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাসের দাবি জানান। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি