ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বিজিএমইএর বর্তমান পর্ষদের মেয়াদ বাড়ল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১৪ ডিসেম্বর ২০১৮

তৈরি পোশাক উৎপাদক এবং রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। বিজিএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে।

আগামী ২৫ মার্চ বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা। সময় বৃদ্ধির ফলে বর্তমান কমিটি আগামী ২৫ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

এবিষয়ে বিজিএমইএর সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম গণমাধ্যমকে বলেন, সংগঠনের সব সদস্যের হালনাগাদ তথ্যসহ প্রয়োজনীয় কাগজ মন্ত্রণালয়ে জমা দিতে বর্তমান পর্ষদকে তিন মাস সময় দেওয়া হয়েছে। ওই কাজ শুরুও হয়েছে। এর ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির পর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজিএমইএ সূত্র জানায়, ২০১৩ সালের ২৫ মার্চ দায়িত্ব নেয় সম্মিলিত প্যানেলের প্রার্থী আতিকুল ইসলামের নেতৃত্বে বর্তমান পরিচালনা পর্ষদ। নিয়ম অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৫ দিন আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।


টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি