ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বিজ্ঞানী সুরেশের রহস্যজনক মৃত্যু, মাথায় আঘাতের চিহ্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ২ অক্টোবর ২০১৯

ভারতের হায়দরাবাদে রহস্যজনকভাবে এক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। তার নাম এস সুরেশ (৫৬)। মঙ্গলবার আমিরপেট এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই বিজ্ঞানীর মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।

সুরেশ কাজ করতেন ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে (এনআরএসসি)। গত ২০ বছর ধরে ছিলেন হায়দরাবাদে।

দেশটির পুলিশের দাবি, রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে সুরেশের। আমিরপেটের অন্নপূর্ণা রেসিডেন্সিতে সুরেশের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে বিজ্ঞানীর মৃতদেহ।

প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, আঘাতের চিহ্ন রয়েছে সুরেশের মাথায়। ধারনা করা হচ্ছে, কোনও ভারী অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। এক্ষেত্রে কেউ জোর করে তার ফ্ল্যাটে ঢুকেছিল, নাকি হত্যাকারি তার পূর্ব পরিচিত তা তদন্ত করে দেখা হচ্ছে।

জানা যায়, মঙ্গলবার সকালে ফোনে সুরেশকে না পেয়ে তার এক সহকর্মীকে সুরেশের স্ত্রী ফোন করেন। সেই সহকর্মীও ফোন করে সুরেশকে পাননি। এর পরেই তিনি পুলিশকে ফোন করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আসেন হায়দরাবাদ পুলিশ কর্মকর্তারা। এরপরই ওই বিজ্ঞানীর দেহ উদ্ধার করে পুলিশ। ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি