ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বিটকয়েন লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ২৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অনলাইন ভিত্তিক ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন লেনদেনে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিটকয়েনের পাশাপাশি ইথিরিয়াম, রিপেল, লাইটকয়েনের মত অন্যান্য ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টো কারেন্সি ব্যবহারেও বিরত থাকার আহবান জানায় কেন্দ্রীয় ব্যাংক।

গত রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল কারেন্সি বিটকয়েনসহ ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত নয়। ফলে গ্রাহকরা এসব মুদ্রার সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকির সম্মুখীন হতে পারেন।

ভার্চুয়াল মুদ্রায় লেনদেন থেকে বিরত থাকতে এর আগেও সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। এবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ভার্চুয়াল মুদ্রা তথা বিটকয়েন, ইথেরিয়াম, রিপ্পেল, লিটকয়েনসহ বিভিন্ন বিনিময় প্ল্যাটফর্মে লেনদেন হচ্ছে। এসব ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ মুদ্রা নয়। ফলে এর বিপরীতে কোনো আর্থিক দাবির স্বীকৃতিও নেই। ভার্চুয়াল মুদ্রার লেনদেন বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক অনুমোদিত না হওয়ায় আইন দ্বারা সমর্থিত হয় না। নামবিহীন বা ছদ্মনামে প্রতিসঙ্গীর সঙ্গে অনলাইনে ভার্চুয়াল মুদ্রায় লেনদেনের দ্বারা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে ভার্চুয়াল মুদ্রায় লেনদেনকারী গ্রাহকরা ভার্চুয়াল মুদ্রার সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকিসহ বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে পারেন। সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকি এড়ানোর লক্ষ্যে বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রায় লেনদেন বা এসব লেনদেনে সহায়তা প্রদান ও প্রচার থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

এমন অবস্থায় সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকি এড়ানোর লক্ষ্যে বিটকয়েনের মত ভার্চুয়াল মুদ্রায় লেনদেন এবং লেনদেনে সহায়তা প্রদান এবং এর প্রচার থেকে বিরত থাকতে সর্বসাধারণকে অনুরোধ করে কেন্দ্রীয় ব্যাংক।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি